27 C
Dhaka
বুধবার, ২৩ জুন, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম মারা গেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জনপ্রিয় অভিনেতা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নায়কের একমাত্র ছেলে ফাহিম নূর আলম।

অনেকদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সার্পোটে রাখা হয়।

নতুন মুখের সন্ধানে ১৯৮৬ সালে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান শাহিন আলম। তার প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। ছবিটি ১৯৯১ সালে মুক্তি পায়।

এরপর অনেকগুলো ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার সময় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। চলচ্চিত্র ছেড়ে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এর সঙ্গে অভিনয় করেছেন শাহিন আলম । দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

ঘাটের মাঝি, এক পলকে, পাগলা বাবুল, শক্তির লড়াই, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ,দলপতি, পাপী সন্তান, গরিবের সংসার, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, বিদ্রোহী সালাউদ্দিনসহ বহু সিনেমায় অভিনয় করেছেন।

সূত্রJagoNews

বিশ্বে করোনা ভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
৮৬১,১৫০
সুস্থ
৭৮৮,৩৮৫
মৃত্যু
১৩,৭০২
সূত্র: আইইডিসিআর

বিশ্বে

আক্রান্ত
১৭৭,৬৮২,৮৭২
সুস্থ
১১৫,৯৩৭,২৮০
মৃত্যু
৩,৮৫১,২৬৮

জনপ্রিয় খবর

আর্কাইভ

Translate »