27 C
Dhaka
বুধবার, ২৩ জুন, ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ

প্রচন্ড তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপ ও আমেরিকার দেশগুলো

প্রচন্ড তুষারঝড়ের কবলে পড়েছে ইউরোপ ও আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে করোনা টিকা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও যোগাযোগ ব্যবস্থা। এছাড়া যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও জার্মানিতে দুর্ঘটনা বেড়েছে, স্থবির হয়ে পড়েছে সাধারণ জীবনযাপন। 

তুষারঝড়ে নেদারল্যান্ডসে নয় বছরে প্রথম আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির সরকার। বন্ধ রয়েছে ট্রেন যোগাযোগ। কয়েকটি এয়ারপোর্টে বিমান চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ।

সেই কারণে করোনা পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ সুপারমার্কেটে পণ্য সরবরাহ। ভ্রমণ সতর্কতা জারি করে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। 

যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে প্রবল আঘাত হেনেছে তুষার ঝড় ডার্সি। লন্ডনসহ পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে ঝড়ো বাতাসসহ ভারী তুষারপাতের কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে, তুষারের কারণে ঢাকা পড়েছে জার্মানির উত্তরাঞ্চল। পুলিশ জানিয়েছে, এপর্যন্ত ২২২টির বেশি দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৮ জন মানুষ। ম্যুনস্টার শহরে অ্যাম্বুলেন্স সেবাসহ সব ধরণের গণপরিবহণ বন্ধ রয়েছে। বার্লিন ও হ্যানওভারসহ কয়েকটি শহরে সঙ্গে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আবারও আঘাত হেনেছে তুষারঝড়। নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ১১ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে।  

নিউ ইয়র্কের মেয়র বিল দ্য ব্ল্যাসিও জানিয়েছেন, যে কোন পরিস্থিতিতে করোনা টিকা কার্যক্রম চলবে। তবে এরইমধ্যে অভিযোগ উঠেছে, কয়েকটি কেন্দ্র বন্ধ রয়েছে এবং টিকা সঙ্কট দেখা দিয়েছে। 

বিশ্বে করোনা ভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
৮৬১,১৫০
সুস্থ
৭৮৮,৩৮৫
মৃত্যু
১৩,৭০২
সূত্র: আইইডিসিআর

বিশ্বে

আক্রান্ত
১৭৭,৬৮২,৮৭২
সুস্থ
১১৫,৯৩৭,২৮০
মৃত্যু
৩,৮৫১,২৬৮

জনপ্রিয় খবর

আর্কাইভ

Translate »