27 C
Dhaka
বুধবার, ২৩ জুন, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ

স্ত্রীকে মারধর-গ্রেপ্তার ভারতীয় অভিনেতা যশের পুরোনো বিষয় আলোচনায়

স্ত্রীকে মারধর-গ্রেপ্তার, ভারতীয় অভিনোতা যশের পুরোনো বিষয় আলোচনায়

টলিউড জগতের  আলোচিত জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে যশ অবিবাহিত বলেই জানেন সবাই। কিন্তু গত কয়েক মাস ধরেই তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে । যদিও তা অস্বীকার করেছেন অভিনেত্রী নুসরাত জাহান।

গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত। তারপর থেকে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। শুধু তাই নয়, আরও শোনা যায় যশ অনেক আগে বিয়ে করেছিলেন। তার একটি কন্যা সন্তান আছে। স্ত্রীকে মারধরের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিলো। আর এসব বিষয় নিয়ে নতুন করে আলোচনা নিয়ে এসেছে নেটিজেনরা। 

স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার যশ দাশগুপ্ত ২০১৪ সালের ২৬ জুন এই শিরোনামে খবর প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। এ প্রতিবেদনটি সামনে নিয়ে এসেছে নেটিজেনরা। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছিলেন—‘যশের বিরুদ্ধে আইপিসির ৪৯৮  ধারায় স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয় যশের বিরুদ্ধে। যশ এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে যশের মেয়ে তার দাদা-দাদির সঙ্গে থাকতো।

অভিনেতা যশকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিলেন। তখন তার অভিনীত ‘বোঝেনা সে বোঝেনা’ নাটকটি টিভিতে প্রচার হচ্ছিল। এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল নাটকটির টিআরপি হয়তো কমে যাবে! যশকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি এ নাটকের নির্মাতাও সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছিলেন।

তবে যশ গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ভারতের অন্যকোনো সংবাদমাধ্যমকে খবর প্রকাশ করতে দেখা যায়নি। উইকিপিডিয়ায় যশের বিয়ে, সন্তান নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি! 

বিশ্বে করোনা ভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
৮৬১,১৫০
সুস্থ
৭৮৮,৩৮৫
মৃত্যু
১৩,৭০২
সূত্র: আইইডিসিআর

বিশ্বে

আক্রান্ত
১৭৭,৬৮২,৮৭২
সুস্থ
১১৫,৯৩৭,২৮০
মৃত্যু
৩,৮৫১,২৬৮

জনপ্রিয় খবর

আর্কাইভ

Translate »