27 C
Dhaka
বুধবার, ২৩ জুন, ২০২১, ১২:১০ অপরাহ্ণ

বিয়ের ২৫ বছর পার হবার পরও মৌসুমির মনে হয় সেইদিন বিয়ে করলাম

বাংলাদেশ চলচ্চিত্র জনপ্রিয় তারকা দম্পতি নায়ক ওমরসানি ও নায়িকা মৌসুমি। ১৯৯৫ সালে ৪ মার্চ তারা ভালোবেসে বিয়ে করেন। তাদের এখন বিয়ের ২৫ বছর পার হয়ে গেছে।

বেশিরভাগ তারকা দম্পতির সংসার বেশিদিন টিকে না। কিন্তু তাদের বিয়ের আডাই যুগ পেরিয়ে এসেছেন তারা। এবং তাদের ঘর আলো করে দুটি কন্য সন্তান জন্ম নিয়েছে। তাদের নাম ফারদিন ও ফাইজা।

তারপরও তাদের বিবাহ বার্ষিকী এলে মনে হয় সেই দিনই তাদের বিয়ে হলো।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারী ২০২১) দুপুর গণমাধ্যম কর্মীকে জনপ্রিয় নায়িকা মৌসুমি বলেন, আমাদের বিয়ের ২৫ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের কাছে মনে হয় সেদিনই আমাদের বিয়ে হয়েছে। কিভাবে এতটা সময় পার হয়ে গেলো বুঝতেই পারলাম না।

মৌসুমি আরো বলেন মনের মিল থাকলে সব কিছুই ম্যানেজ করা যায়, সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধায়। এটিও ঠিক, শুধু দাম্পত্যে নয়, যে কোনো সম্পর্কেই বিশ্বাস ও শ্রদ্ধা থাকতে হবে।

ওমরসানির বিষয়ে মৌসুমি বলেন, সে অনেক সহজ সরল খুব সহজেই সবাইকে বিশ্বাস করে, ভালোবাসে। সে অন্যদের থেকে অনেক আলাদা ২৫ বছর ধরে সুখশান্তিতে ঘর করার এটিও একটি অন্যতম কারণ। অনেক মেয়ে আছে যারা বিয়ের পর স্বামীকে নিয়ে খুব আফসোস করে, সংসারে অশান্তি করে। নানা রকম কথাবার্তা বলে। তখন খুব খারাপ লাগে। কিন্তু আজ পর্যন্ত সানিকে নিয়ে কোনো অভিযোগ করতে হয়নি আমার। যত সহজে রাগে, তার চেয়ে তার দ্রুত রাগ কমে যায়। মানুষকে ক্ষমা করে দেয়। এটি আমার খুবই পছন্দ মৌসুমির।

বিশ্বে করোনা ভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
৮৬১,১৫০
সুস্থ
৭৮৮,৩৮৫
মৃত্যু
১৩,৭০২
সূত্র: আইইডিসিআর

বিশ্বে

আক্রান্ত
১৭৭,৬৮২,৮৭২
সুস্থ
১১৫,৯৩৭,২৮০
মৃত্যু
৩,৮৫১,২৬৮

জনপ্রিয় খবর

আর্কাইভ

Translate »