27 C
Dhaka
বুধবার, ২৩ জুন, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ

মশা নিয়ন্ত্রণে ড্রেনে ব্যাঙ অবমুক্ত

ডেঙ্গু প্রতিরোধ ও জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি ড্রেনে ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে, পরীক্ষামূলক প্রকল্প হিসেবে নগর ভবন এলাকায় একটি ড্রেনে প্রাথমিকভাবে দুই হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

মেয়র জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে নগরীর সকল ড্রেন ও জলাশয়গুলোতে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে তারা মশার বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে। সেখানে মশার লার্ভা খেকো মাছ ছাড়া হবে। এছাড়া যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ রয়েছে সেখানে মশক নিধনে হাঁস চাষেরও ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্রDBCNEWS

বিশ্বে করোনা ভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
৮৬১,১৫০
সুস্থ
৭৮৮,৩৮৫
মৃত্যু
১৩,৭০২
সূত্র: আইইডিসিআর

বিশ্বে

আক্রান্ত
১৭৭,৬৮২,৮৭২
সুস্থ
১১৫,৯৩৭,২৮০
মৃত্যু
৩,৮৫১,২৬৮

জনপ্রিয় খবর

আর্কাইভ

Translate »